মামুনুর রশিদ মাহিন-সীতাকুণ্ড(চট্রগ্রাম:
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার, সোনাইছড়ি ইউনিয়নের,বারআউলিয়ার পূর্ব বকতার পাড়া(ডংব্যাক মিল)পাশে একটি মাঠে,বুধবার ১৩ জানুয়ারি ২০২১ বিকাল ৩টার দিকে এই ফুটবল টুর্নামেন্ট ২০২১ উদ্ভোধন করা হয়েছে।
উদ্ভোধনী খেলায় অংশ নেয় শেখ চিকুনের পাড়া একাদশ বনাম বক্তারপাড়া জুনিয়র একাদশ।
উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন করেন,উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম,মোঃ নুরুল আলম বাবুল।
এতে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাষ্টার সাহাব উদ্দিন,আলি আকবর জিকু,সাদেক,আশরাফ উদ্দিন,ইসমাইল হোসেন,সাকিব,রাজ্জাক,নাজিম,শাকিব,সাবলু,আকাশ,সোহেল,তুষার আরাফাত প্রমুখ।