29 C
Dhaka
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১, | সময় ৩:৫৫ অপরাহ্ণ

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী দিয়া মির্জা

দ্বিতীয় বিয়ে করলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। পাত্র মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখি।

সোমবার লাল রঙের শাড়িতে সেজে বিয়ের পিঁড়িতে বসেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’খ্যাত এ অভিনেত্রী। 

মুম্বাইয়ে দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ৫০ জন হাজির ছিলেন, যার মধ্যে অন্যতম  হলেন– অদিতি রয় হায়দরি, জ্যাকি ভাগনানি ও গৌতম গুপ্তা। 

গতকাল দুপুরে অদিতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যা দেখে স্পষ্ট হয়ে যায়– দিয়া মির্জা ও বৈভব রেখির বিয়ের অনুষ্ঠান কার্যত শুরু হয়ে গেছে। 

যদিও দিয়া মির্জাকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি এখনও শেয়ার করেননি।

২০১৪ সালে প্রেমিক সাহিল সংঘকে বিয়ে করেছিলেন দিয়া। শেষমেশ দাম্পত্য টেকেনি তাদের। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা জানান তারা। তার পর থেকে এতদিন একাই ছিলেন দিয়া।

আপাতত দিয়া ব্যস্ত তেলেগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শুটিং নিয়ে। গত বছর তাপসী পান্নুর ‘থাপ্পড়’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

আরও পড়ুন...

নতুন ভিডিও ভাইরাল প্রভার

Staff correspondent

বিয়ের পর মধুচন্দ্রিমায় নেহা

Al Mamun Sun

‘জনগণের টাকা সব তো মডেলিং করেই উড়াচ্ছেন’, ফের তোপের মুখ নুসরাত

Al Mamun Sun
bn Bengali
X