31 C
Dhaka
সোমবার, ৮ মার্চ ২০২১, | সময় ৫:৫৩ অপরাহ্ণ

১৭ মে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের হল : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবাসিক হল আগামী ১৭ মে থেকে খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার দুপুরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, হল খোলার পর টিকা দেওয়া হবে শিক্ষার্থীদের।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। এ সময় যারা এখনো হলে অবস্থান করছেন তাদের দ্রুত হল ত্যাগের আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন...

আইইউবিএটিতে‘এসডিজি অর্জনে শিক্ষায় করণীয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার

Staff correspondent

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতি সিটে লড়বে ৩৫ শিক্ষার্থী।

Staff correspondent

ববিতে এল.এল.বি সম্পন্ন শিক্ষার্থীদের অনুষ্ঠান।

Staff correspondent
bn Bengali
X