27 C
Dhaka
সোমবার, ১২ এপ্রিল ২০২১, | সময় ৬:৪৯ পূর্বাহ্ণ

আজ আর কিছু নেই

আমার একটা 

শিউলি ঝরা ভোর ছিলো। 

বরশী দিয়ে

নদীতে মাছ ধরার

একটা দুপুর ছিলো। 
ছিলো ডাংগুলি খেলার

স্বপ্নিল বিকেল। 
প্রতিদিন মনের সুখে স্কুলে যাওয়ার 

সোনালি দিন ছিলো। 
মায়ের আদর

বাবার শাসন আর

দূরন্ত কৈশোর ছিলো। 
চারদিকে শুধুই আনন্দ 

আর আলো ছিলো। 
গাছে গাছে ফুল, পাখি, 

নদীর জলে নৌকা,

লঞ্চের হুইসেল আর 

আইক্রিমওয়ালার ডাক ছিলো। 
কাউকে ভালোলাগার 

একটি সুন্দর মন ছিলো। 

ভালোলাগা-ভালোবাসার

একটা মানুষ ছিলো। 
আজ আমি আছি ঠিকই

কিন্তু এগুলোর আজ 

আর কিছু নেই,

কিচ্ছু নেই!

আরও পড়ুন...

রুদ্র অয়ন এর কবিতা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

Al Mamun Sun

দু’টি দেহে একই আত্মা   

Staff correspondent

মিলন স্মৃতি পাঠাগার ও একজন আতিফের গল্প।

Staff correspondent
bn Bengali
X