29 C
Dhaka
সোমবার, ১২ এপ্রিল ২০২১, | সময় ৫:৫৮ পূর্বাহ্ণ

অধিকার বিহীন অধিকারে

তুমি আজ আমার নও
তুমি নেই আমার আঁকা
জলরঙ আল্পনায়।

তোমায় নিয়ে
স্বপ্ন দেখিনা আর
মাঝে মাঝে দুঃস্বপ্ন হয়ে এসে
শুনিয়ে যাও স্বপ্ন ভাঙার গান!

স্মৃতির কপাটের ফাঁকে বেয়ে
আজও নিত্য তোমার আসা যাওয়া!

দখিনা বাতাসের সাথে
তোমার ভাবনাগুলো
উড়িয়ে দিয়েছিলেম মেঘে মেঘে।

তোমার রেশমি চুড়ির
লেগে থাকা পরশটুকুও
বিলিয়েছি ক্ষয়ত্রী চাঁদের আলোয়।

তুমি মুক্তি চেয়েছিলে!
আমার থেকে তোমাকে
দিয়েছিলাম মুক্ত করে।
কোনও বাঁধনে বেঁধে রাখার
দাবি করিনি।

তবু কেন
মুক্তি মেলেনি এই আত্মার?
চোরকাঁটা হয়ে বিঁধে থাকো
দেহে, অন্তরে!

তুমিতো আজ আর আমার নও
তবু হৃদয়টা তোমাকে বেঁধে রাখে
অধিকার বিহীন অধিকারে।

আরও পড়ুন...

আজ কবি সুফিয়া কামালের ১০৯তম জন্মদিন

Staff correspondent

তোমাকে পেতে চাই

Staff correspondent

ভেজাল

Staff correspondent
bn Bengali
X