29 C
Dhaka
সোমবার, ১২ এপ্রিল ২০২১, | সময় ৬:২৩ পূর্বাহ্ণ

দুই বছর আত্মগোপনের পর জনসম্মুখে সেই প্রিয়া সাহা

যুক্তরাষ্ট্রে প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর জনসম্মুখে এলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে নালিশ প্রদানকারী আলোচিত সেই প্রিয়া সাহা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসের সামনে দাতব্য সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিসের (এইচআরসিবিএম) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিনি। গত দুই বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও জনসম্মুখে আসেননি তিনি।

২০১৯ সালের ১৭ জুলাই হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করেন- ‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এমনকি তার নিজের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার ভিটে-মাটিও দখলে নিয়েছে।’

তার ওই বক্তব্যে সে সময়ে দেশ ও প্রবাসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিবাদের ঝড় উঠে।

এদিকে নিউইয়র্কে আত্মীয়ের বাড়িতে অবস্থানকারী প্রিয়া সাহার সঙ্গে জামায়াতপন্থী একটি টেলিভিশনের কর্মীরা কয়েক দফা সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন...

করোনার সঙ্গে যুদ্ধের বর্ণনা দিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরিন

Staff correspondent

ইতালি থেকে ফেরত পাঠানো হলো ১৬৫ বাংলাদেশিকে

Staff correspondent

প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার পাশে দাঁড়াতে : ডা. ফেরদৌস

Staff correspondent
bn Bengali
X