32 C
Dhaka
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, | সময় ১১:৫২ পূর্বাহ্ণ

সাংবাদিক নিয়োগ

Staff correspondent

সংবাদদাতা প্রতিনিধি আবশ্যক

বিভাগ ও জেলা ভিত্তিক সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে। যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি-হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করতে পারবে। আগ্রহী সংবাদ দক্ষ সংবাদ প্রতিনিধিদের আমাদের নির্ধারিত সিভি ফরম ডাউনলোড করে উক্ত ফরমটি যথাযথভাবে পূরন পৃর্বক ই-মেইল মারফত আমাদের কাছে জমা দিতে হবে। আপনার সিভি
জমা-দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিডি সময়ের নিউজ প্রতিনিধি বাছাই কার্যক্রমে নিয়োজিত টিম আপনাদের সিভি পর্যালোচনা করে ই-মেইল মারফত অথবা মোবাইল ফোনের মাধ্যমে বিডি সময়ের নিউজ সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে। নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করার নিয়মঃ-

১/  আমাদের নির্ধারিত ফরমটি ডাইনলোড করতে হবে।
২/  ফরমটি সঠিক ও নির্ভুল ভাবে পূরন করতে হবে।
৩/ ফরমটি আমাদের নির্ধারিত ই-মেইল এর মাধ্যমে জমা দিতে হবে।
E-mail:-  bdsomoyernews@gmail.com

ফরম পূরণে গুরুত্বপূর্ণ বিষয়ঃ

১/  পাসপোট সাইজের ছবি অবশ্যই থাকতে হবে।
২/  ভোটার আইডি কাডের ১ম অংশ ও ২য় অংশ উভয়ই থাকতে হবে।
৩/  মোবাইল নাম্বার থাকতে হবে।
৪/  গুরুত্বপূর্ণ ব্যক্তির ০১টি মোবাইল নম্বর থাকতে হবে।

নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সবিধাঃ-

যেহুতু বিডি সময়ের নিউজ সম্পূর্ণ নতুন অনলাইন নিউজ পোর্টাল সেই ক্ষেত্রে নিম্নের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে।

১/  বিডি সময়ের নিউজ কৃর্তপক্ষ তাদের প্রতিনিধিদের চুড়ান্তভাবে যোগদান করার পূর্বে ০৩ (তিন)
মাস তাদের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করবে।

২/  আপনাদের কার্যক্রম অনুযায়ি বিডি সময়ের নিউজ -এর প্রতিনিধিদের পদ প্রদান করা হবে।

৩/  ০৪(চার) মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের বিডি সময়ের নিউজ এর পিভিসি কার্ড প্রদান করা হবে।

৪/  এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসেবে দেওয়া হবে।

৫/  অন্যান্য সুযোগ-সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে। সংবাদ প্রেরনের ক্ষেত্রে গুরুত্বপূণ বিষয়ঃ-
১/  কোন কপি রাইট সংবাদ প্রেরন করা যাবে না।
২/  প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩/  নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
৪/  সম্পূর্ণ বাংলায় SutonnyMJ ফন্টে কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আমাদের-কে সংবাদ প্রেরণ করতে হবে।
৫/  প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
৬/  এই তিন ধাপেই সংবাদ প্রেরণ করতে পারবেন।

সংবাদ পাঠানোর সময়ঃ-

সকাল-০৮.০০-দুপুর-১২.০০ টা। বিকাল ০৪.০০ রাত ১০.০০টা।
ক/ সংবাদ/বার্তা পাঠানোর ই-মেইলঃ- bdsomoyernews@gmail.com
খ/  সিভি পাঠানোর ই-মেইলঃ- bdsomoyernews@gmail.com
গ/  যে কোন তথ্য সর্ম্পকে জানতে আমাদের মেইল করুনঃ-
ঘ/ মোবাইল নং: 01715-403270

ফরমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন

ধ্যনবাদ

bn Bengali
X