37 C
Dhaka
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, | সময় ৩:১৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁও নির্বাচনে ব্যালট ছিনতাইয়ে মেয়ে ও পিতা আটক২ আহত-১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ডিসেম্বর২০২১ইং রোজ রবিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২নং আখা নগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই এর সময় মেয়ে সহ পিতা আ”লীগ নেতা আটক হয়েছেন৷এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে ১৫ রাউন্ড ফাঁকা বুলেট নিক্ষেপ করা হয়। বুলেট লেগে ১জন আহত হয়েছেন।আটককৃত কাবুল (৪৫)ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার মেয়ে কামরুন নাহারকে (২৫) আটক। এ সময় গুলি লেগে আহত স্থানীয় এলাকাবাসী হোসেন আলী (৩৫) এ ঘটনায় ঐ কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি,রেব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সব ভোটকেন্দ্রে সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। মানুষ উৎসবমূখরভাবে কেন্দ্রে ভোট দিতে আসছেন।সারাদিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে আশা প্রকাশ করেন ভোটাররা। উল্লেখ্য,ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন,সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন,সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে,সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোটকেন্দ্র ১৮৮টি

আরও পড়ুন...

ভোট কেন্দ্রের পাশে থেকে আগ্নেয়ান্ত্রসহ যুবক আটক

Al Mamun Sun

টাঙ্গাইলের আরো ৪ ইউপি চেয়ারম্যান শপথ পাঠ করলেন

Al Mamun Sun

মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করে সরকার সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলছে-ধর্ম প্রতিমন্ত্রী

Al Mamun Sun
bn Bengali
X