23 C
Dhaka
সোমবার, ৬ মে ২০২৪, | সময় ৪:৫৩ পূর্বাহ্ণ

জীবন বাজি রেখে দেশের উন্নয়নে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ

করোনাকালে অসহায়, গরিব-দুস্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়েছে তা সারা বিশ্বের এক অনন্য নজির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে জীবন বাজি রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। রবিবার(২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগরে শিব নদীর উপর ভায়াড্রাক্টসহ পল্লী সড়ক গুরুত্বপূর্ণ সেতু নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় ২৮ কোটি ২০ লক্ষ ৪৬ হাজার ২শ ৪৬ টাকা ব্যয়ে ২শ ৯২ মিটার নবনির্মিত ব্রীজের নির্মান কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন,রাস্তাঘাট, স্কুল-কলেজের অবকাঠামো, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ সারা দেশে উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৮টি ইউনিয়নে নৌকার প্রার্থী নির্বাচন করা হয়েছে। নৌকা আমার না শেখ হাসিনার নৌকা। আপনারা শেখ হাসিনার নৌকাকে ভোট দিবেন। মন্ত্রী আরোও বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বিএনপির এ সকল ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাহ, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর।

আরও পড়ুন...

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার

Al Mamun Sun

ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ উদ্ধার করলো বনবিভাগ

Al Mamun Sun

ময়মনসিংহে শপথের আগেই ইউপি মেম্বারের মৃত্যু।

Al Mamun Sun
bn Bengali
X