22 C
Dhaka
মঙ্গলবার, ৭ মে ২০২৪, | সময় ৬:১৭ পূর্বাহ্ণ

করোনায় আরও তিন মৃত্যু,নতুন শনাক্ত ১৪৯১ জন।

অনলাইন নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ১০২ জন। এ সময় নতুন করে শনাক্ত আরও ১৪৯১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০ টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। এ সময় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

উল্লেখ্য,দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের দশ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন...

করোনায় আরও চার মৃত্যু,নতুন শনাক্ত ২৬৮ জন।

Al Mamun Sun

জোর পূর্বক দোকানঘর দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় হত্যার হুমকি ও চাদাদাবী

Ibrahim Khalil

প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

Al Mamun Sun
bn Bengali
X