27 C
Dhaka
শুক্রবার, ৩ মে ২০২৪, | সময় ৭:০৯ পূর্বাহ্ণ

বেনাপোল সীমান্তে ২০টি সোনার বার উদ্ধার আটক-২

মো: জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি সোনার উদ্ধার করেছে বিজিবি। এসময় সোনা পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পাচারকারীদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে বড় একটা সোনার চালান পাচার হবে। এধরনের সংবাদেও ভিত্তিতে বিজিবি বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি সোনার বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়। আটক সোনার সিজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক সোনা ও পাচারকারী দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...

কলাপাড়ায় যুবলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এ্যাড, সোহাগ যুবকদের ক্রীড়ায় মনোযোগী হওয়ার কথা বললেন ॥

Al Mamun Sun

তারাকান্দায় ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্বোধন।

Al Mamun Sun

মতলব উত্তরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Al Mamun Sun
bn Bengali
X