34 C
Dhaka
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, | সময় ৮:১৯ অপরাহ্ণ

ইসলামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাঙালি সংগঠনের আয়োজনে ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর এলাকার ভেঙ্গুড়া শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 
জানাগেছে,প্রতিযোগীতায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড়” কমদ দৌড়ে  সওয়াররা অংশ নেয়। জানাগেছে, প্রতিযোগীতায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড়” কমদ দৌড় অংশ নেয়। 
তিনটি দাপট দৌড়ে সুমন মিয়া সাজিমারা গ্রামের হাফেজ আলী ও  শুভ মিয়া বিজয়ী হন। কদম দৌড়ে সরিষাবাড়ী উপজেলার আশরাফ আলী, আজিজুল হাজী, সিহাব মিয়া, সোহাগ মিয়া, মাহমুদপুর, মহিষবাতান গ্রামের ভিক্ষু মিয়া,খয়েদির চর গ্রামেরমন্টু মিয়া, মাইছেনি চর গ্রামের আনোয়ার হোসেন, দাবার চরের ভ’লু সওদাগর, কলকি হারা গ্রামের নামাজি শেখ, সাদা মিয়া ও খলিলুর রহমান বিজয়ী হন।
সাবেক কাউন্সিলর রাসেল মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আঃ কাদের সেখ,বিশেষ অতিথি  প্যানেল মেয়র, দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর শেখ খাজা আবদুল্লাহ,মোহন মিয়া,খলিলুর রহমানসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ সেলিম রহমান উদ্বোধন ও আমিনুর রহমানের সঞ্চালনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন।

আরও পড়ুন...

খুলনা, যশোর ও সাতক্ষীরা থেকে জব্দকৃত বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

Al Mamun Sun

ভারতে জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল ২১ শিশু, কিশোর-কিশোরী

Al Mamun Sun

ঝিনাইদহ জেলা কারাগারের বাথরুমে থেকে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার

Al Mamun Sun
bn Bengali
X