36 C
Dhaka
শুক্রবার, ৩ মে ২০২৪, | সময় ৬:৪৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ৬৬ লাখ টাকা মূল্যের ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে মালিক বিহীন তিনটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত থেকে রোববার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক রাজ মামুদ এ প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত থেকে মালিক বিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০ গ্রাম কাশাপাত্র উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি’র অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে
মালিক বিহীন প্রায় ৩১ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।

বিজিবি জানায়, সম্ভবত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন...

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু।

Staff correspondent

ময়মনসিংহে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন।

Al Mamun Sun

হাতিয়াতে রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ

Al Mamun Sun
bn Bengali
X