শনিবার, ১১ মে ২০২৪, | সময় ১১:৩৪ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে অস্ত্র, গুলি ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক-১০

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নাগরিকসহ ১০ জন আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল হক প্রধান।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গির আমজানখোর ইউনিয়নে সীমান্ত এলাকায় যায় পুলিশ। অপরিচিত একটি মাইক্রোবাস দেখে তাদের থামতে বলা হলে, না থেমে তারা পালিয়ে যায়। আটকের সময় মাইক্রোবাস থেকে নেমে পুলিশের উপর গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা ৬ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

একপর্যায়ে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সেসময় তাদের সাথে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভারতীয় নাগরিক গফুর আলম(২৫)।তিনি ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নান্দাই গ্রামের জালালের ছেলে।

অন্য আসামীরা হলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউপির বাসিন্দা দেলোয়ার হোসেন (২৮)পিতা খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক (২৩) পিতা সলেমান আলি, বিকাশ পাল (৩৫) পিতা দিপেন পাল, জাকির হোসেন (২৫) পিতা রফিকুল ইসঃ, হজরত আলী (২৭) পিতা কাশেম আলী, মনিরুল ইসঃ (৩২) পিতা মৃত শুকুদ্দী, বিষ্ণু পাল (২৯) পিতা কারবারু। একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা নাসিরুল ইসলাম (২৪) পিতা সামসুর রহমান, পশিরুল ইসঃ (২৮) পিতা মৃত ধন মোহাম্মদ।

এছাড়াও পলাতক ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অফ এন্ট্রিসহ মোট ৩টি মামলা দায়েরভুক্ত করে আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ৯টি আ.লীগ ১১টি স্বতন্ত্র প্রার্থীর জয়

Al Mamun Sun

মোংলার পশুর নদী থেকে ১০ লাখ পাইস্যা পোনাসহ ৯ জেলে আটক

Al Mamun Sun

ঝিনাইদহে চাকুরী জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রাম পুলিশের সদস্যরা

Al Mamun Sun
bn Bengali
X