36 C
Dhaka
শুক্রবার, ৩ মে ২০২৪, | সময় ৭:০১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র ও সুরক্ষা -সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার ৫ই ফেব্রুয়ারি২২ইং রোজ শনিবার প্রায় ৩শতাধিক দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।ঐদিন বিকালে জেলা বিডি হলে জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের সঞ্চালনায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।জেলা ছাত্র লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দারের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি সালমান প্রধান শাওন,আসাদুজ্জামান সোহেল,ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়।এ সময়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির  সভাপতি আল-নাহিয়ান জয় ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভুট্টাচার্য।এ সময় তারা প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,সিজন গুহ ঠাকুরতা,শাহাজালাল জনি,জি এম সুফি নিয়াজী,যুগ্ম সম্পাদক  অনুপ দত্ত, সাদিউল হাবীব সাদি,সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মার্জিনা আক্তার রিতুসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।ছাত্র লীগ নেতা সালমান প্রধান শাওন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,ঠাকুরগাঁও এ এখন উন্নয়নের জোয়ার বইছে।আজকে আপনাদের দেয়া এ সামান্য কম্বল মনে করবেন শেখ হাসিনার পক্ষ থেকে ভালবাসার উপহার।
ইমরান জমাদ্দার বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন মিশন বাস্তবায়নে জয়-লেখকের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারাবাহিকতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসূচি গত ১২ জানুয়ারি থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ নির্দেশনায় সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৬ ফেব্রুয়ারি রংপুর ও ৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামে এই কর্মসূচির আয়োজন করা হবে।

আরও পড়ুন...

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তি আটক

Al Mamun Sun

নড়াইলের মধুমতীতে ৬ লেনের নির্মাণাধীন সেতুর কাজ এখন শেষ পর্যায়ে

Al Mamun Sun

ফেইজবুকে ছবি দেখে ডিসির ফোন,ছুটে গেলেন ইউএনও

Al Mamun Sun
bn Bengali
X