28 C
Dhaka
সোমবার, ৬ মে ২০২৪, | সময় ৪:৪৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় নারীর হাত বিচ্ছিন্ন

হাসান মাহমুদ,টাঙ্গাইল প্রতিনিধি:

বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রায় ৮ জন আহত হয়েছেন। এ সময় এদের মধ্যে এক বৃদ্ধার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধা মোছা. চায়না বেগম (৫০) ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের মো. আবেদ আলীর স্ত্রী।বৃদ্ধার মেয়ে জামাই মো. কাবিল বলেন, আজ শনিবার দুপুরে একটি মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে আট সদস্য মিলে বঙ্গবন্ধু সেতু ঘুরতে যাচ্ছিলাম। পথে বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রাক মাহিন্দ্রাকে চাপা দেয়। এ সময় আমার শাশুড়ির শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আমিসহ বাকি সাতজন সামান্য আহত হয়েছি।
তিনি আরও বলেন, সংঘর্ষের পরে পুলিশ ও স্থানীয়রা ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে পাঠান।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রাও থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...

ইসলামপুরে তথ্য কমিশনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

Al Mamun Sun

রাণীশংকৈলে সাব রেজিষ্টারের কাজী নিয়োগে দুর্নীতি; কোটে মামলা

Al Mamun Sun

সুন্দরবনের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপমন্ত্রী হাবিবুন বাহার

Al Mamun Sun
bn Bengali
X