29 C
Dhaka
রবিবার, ৫ মে ২০২৪, | সময় ৩:৩৮ পূর্বাহ্ণ

মোংলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ইউএনও

জসিম  উদ্দিন,বিশেষ প্রতিনিধি:

মোংলা পোর্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কমলেশ মজুমদার।
তিনি সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় মোংলা পোর্ট পৌরসভার এসে যোগদান করেন।

এসময় মোংলা পোর্ট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান তাকে ফুলের শুভেচ্ছা জানায়। এসময় আরো ও উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শফিকুর রহমান খাঁন, কাউন্সিলর হুমাউন হামিদ নাসির, মোঃ কবির হোসেন, এইচ এম শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, জি এম আল আমিন, সরোয়ার হোসেন, মজনু গাজী, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা হোসেন, জোহরা বেগম, শিউলি আক্তার, পৌর সচিব অমল কৃঞ্চ শাহা, নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ, হিসাব রক্ষক মোঃ বাহাদুর, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বাদলসহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলার নির্বাহী অফিসার কমলেশ মজুমদার মোংলা পোর্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে তিনি বলেন, মোংলা পোর্ট পৌরসভার প্রতিটি নাগরিকের কাছে পৌর সেবা পৌঁছিয়ে দিতে হবে। আপনারা যারা পৌরসভা বিভিন্ন দায়িত্বে আছেন আপনারা নিজ নিজ জায়গা থেকে নাগরিকদের সেবা দিতে হবে।

নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দেবে বলেও পৌরসভার কর্মকর্তা- কর্মচারী বৃন্দ আশ্বস্ত করেন।

মোংলা পোর্ট পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কমলেশ মজুমদার যোগাযোগ করায় কাজের মান আরও বেড়ে যাবে এবং জনগন আরও বেশি সেবা পাবে।

আরও পড়ুন...

নোয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের ১৩ ইউনিয়নে কমিটি বিলুপ্ত ঘোষণা

Al Mamun Sun

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে দেওয়ানগঞ্জের পৌর মেয়র বরখাস্ত

Al Mamun Sun

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কৃষক মোস্তফা শেঠের মৃত্যু

Al Mamun Sun
bn Bengali
X