28 C
Dhaka
শনিবার, ১৮ মে ২০২৪, | সময় ১০:৩২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে হুইলচেয়ার পেয়ে ৫ প্রতিবন্ধী চরম খুশি

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত সোমবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ জন শারীরিক প্রতিবন্ধীকে ৫ টি হুইলচেয়ার দেয়া হয়েছে।এদিন রাতে রাণীশংকৈল ডাক বাংলার নৈশ প্রহরী কামাল হোসেনকে প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার দিয়ে আসেন পৌরমেয়র মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের, কাউন্সিলর রুহুল আমীন, মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী উপস্থিত ছিলেন। কামাল সম্প্রতি পায়ে আঘাত পেয়ে বিছানায় পড়ে ছিলেন। এর আগে এদিন সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শারীরিক প্রতিবন্ধী রায়হান (১৫) মেহেদী (১১) মেরিনা(১৩)ও বিশ্বজিৎ (৬) নামে ৪ জনকে চারটি হুইলচেয়ার ইউএনও’র প্রতিনিধি হিসেবে তাদের বাড়িতে পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ , প্রেসক্লাব (পুরাতন) এর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।সুবিধাভোগীদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউএনওকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও পড়ুন...

কলাপাড়ায় চাকামইয়া ইউপি চেয়ারম্যান কেরামত হাওলাদার আবারো কারাগারে ॥

Staff correspondent

অনুমতি ছাড়া প্রাথমিক তিন প্রধান শিক্ষকের দেশ ত্যাগ কর্তৃপক্ষকে ম্যানেজ করার চেষ্টা।

Al Mamun Sun

৫ মাস পর কবর থেকে তোলা হলো মোরসালিন এর লাশ

Al Mamun Sun
bn Bengali
X