30 C
Dhaka
শুক্রবার, ১৭ মে ২০২৪, | সময় ৯:৩৪ পূর্বাহ্ণ

মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল এখন থেকে “বঙ্গবন্ধু ক্যানেল”

জসিম উদ্দিন,বিশেষ প্রতিনিধি:

আর্ন্তজাতিক নৌ-প্রটোকল রুট মোংলা ঘষিয়াখালী চ্যানেল এখন থেকে “বঙ্গবন্ধু
মোংলা-ঘষিয়াখালী (বিএমজি) ক্যানেল” নাম হিসেবে ব্যবহৃত হবে। আগের নাম
‘মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল’ পরিবর্তন হয়ে এখন ওই নাম হয়েছে বলে
বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ) উপ সহকারি
প্রকৌশলী (ড্রেজিং) মোঃ আনিচ্ছুজামান রকি, এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে নৌপরিবহন মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৯ জানুয়ারী নাম পরিবর্তনের এই সিদ্ধান্তহয়।

ওই পত্রের বরাত দিয়ে প্রকৌশলী আনিচ্ছুমান আরও বলেন, বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান নৌপরিবহন মন্ত্রনালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের নদী পথের
গুরুত্ব বিবেচনায় মোংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করেছিলেন। নাব্যতা
সংকটের কারণে চ্যানেলটি ২০১০ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত বন্ধ থাকে। পরে
মোংলা বন্দরকে সচল রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে
চ্যানেলটি নাব্যতা রক্ষায় ২০১৫ সালের ৩ অক্টোবর ক্যাপিটাল ড্রেজিং দিয়ে
খনন শুরু হয়। পরে ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌযান
চলাচলে চ্যানেলটি উদ্ধোধন করেন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতি বিজড়িত মোংলা-ঘষিয়াখালী
চ্যানেলকে “বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী (বিএমজি) ক্যানেল” নামে রুপন্তরিত
করা হয়েছে বলেও প্রকৌশলী আনিচ্ছুজামান রকি জানান।

আরও পড়ুন...

হরিপুরে ইএসডিও ও মুসলিম এইড UK যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

Al Mamun Sun

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

Al Mamun Sun

ময়মনসিংহে নৈশ্যপ্রহরীকে বেঁধে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার।

Al Mamun Sun
bn Bengali
X