34 C
Dhaka
বৃহস্পতিবার, ২ মে ২০২৪, | সময় ১১:৫২ অপরাহ্ণ

ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু।

তাপস কর,ময়মনসিংহ জেলা প্রতিনিধি। 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গভীর নলকূপের ছিড়ে যাওয়া পাম্প তুলতে গিয়ে গভীর নলকূপের মালিক সাইদুল (১৯) সহ মিস্ত্রী গোলাম মোস্তফা (৪০) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন।পুলিশ ও এলাকাবাসী জানান,উপজেলার ১ নং নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাইদুলের পড়ে যাওয়া গভীর নলকূপের পাম্প তুলতে বৃহস্পতিবার সকাল ৯ টার সময় আসেন পাশের গ্রামের গভীর নলকুপ মিস্ত্রী গোলাম মোস্তফা। পাম্পটি ঠেলে উপরে তোলার সময় পাইপে বিদ্যুৎস্পর্শে তারা দুজনেই ঘটনা স্থলে মারা যান।নাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজা জানান, তিনি বিষয়টি শুনছেন। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে বলে জানান তিনি।ফুলবাড়ীয়া উপজেলার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা জাকির হোসেন জানান, হাসপাতাল থেকে আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে থেকে লাশগুলো  উদ্ধার করে,ময়না তদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

Al Mamun Sun

ঠাকুরগাঁও সদরের ২০টি ইউনিয়ন চেয়ারম্যানগনের শপথ গ্রহণ সম্পূর্ণ

Al Mamun Sun

ফরিদগঞ্জে শ্লীলতাহানি’র অভিযোগে সাধারন ডায়েরী,অভিযুক্ত আটক

Al Mamun Sun
bn Bengali
X