24 C
Dhaka
মঙ্গলবার, ৭ মে ২০২৪, | সময় ১২:৫৭ পূর্বাহ্ণ

নোবিপ্রবিতে হাল্ট প্রাইজের ফ্রি রেজিস্ট্রেশন শেষ ১ মার্চ

এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) ৪র্থবারের মতো
আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজ।প্রতিযোগিতার টিম রেজিষ্ট্রেশনের সময় শেষ হচ্ছে আগামীকাল ১ মার্চ।

প্রতিযোগিতায় ৩-৪ জনের টিম গঠন করে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে প্রতিযোগীরা।বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ইনফরমেশন সায়েন্সের আয়োজনে  প্রতিযোগিতার এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গেটিং দ্যা ওয়ার্ক, ব্যাক টু দ্যা ওয়ার্ক।’প্রতিযোগীদের এমন আইডিয়া তৈরি করতে হবে যাতে  আগামী ২০২৪ সালের মধ্যে ২ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

প্রতিযোগিতায় ২ মার্চ প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে।এরপর প্রিলিমিনারী রাউন্ড থেকে নির্বাচিত দলগুলো নিয়ে ১ম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ৫ই মার্চ।প্রতিযোগিতায় ৯ই মার্চ সেমিফাইনাল এবং ১৫ ই মার্চ গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ১ম রানার্স আপ,২য় রানার্স আপ টিম পাবে
প্রাইজমানি।বিজয়ীরা তাদের বিজনেস আইডিয়া বাস্তবায়নে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন থেকে  প্রাইজমানি,হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের সার্টিফিকেট, অনলাইন প্ল্যাটফর্ম “বহুব্রীহি” থেকে কোর্সের সুযোগ, বিজয়ী টিম রিজিওনাল সামিটে অংশগ্রহণ করার সুযোগ।প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন লিংকঃ

https://oncampus.hultprize.org/noakhaliscienceandtechnologyuniversity

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত  বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা যা প্রতিবছর বিশ্বের ১০০ এর অধিক দেশে আয়োজিত হয়ে থাকে।প্রতিযোগিতাটি জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সংস্থা) এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল যৌথভাবে আয়োজন করে থাকে। এর মাধ্যমে জাতিসংঘ
চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ১ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন...

রাবি’তে নাইট্রোজেন জাতীয় সারের টেকসই ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

Al Mamun Sun

শহীদ মিনার নিয়ে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ

Al Mamun Sun

ইবিতে জয়পুরহাট জেলা কল্যাণের নেতৃত্বে মুরাদ-আরিফ

Al Mamun Sun
bn Bengali
X